বাদশা সেখ, হুগলী: হুগলীর ডানকুনিতে ছয় টন চন্দন কাঠ আটক করল ডানকুনি থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে ডানকুনি সাঁতরা পাড়ায় একটি লরি আটক করে ডানকুনি থানার পুলিশ। লরির উপর আমের বস্তা চাপা দেওয়া ছিল। আমের বস্তা সরাতেই লাল রঙের চন্দন কাঠ বেরিয়ে আসে।
জানা গেছে গাড়িটি কর্নাটক থেকে আসছিল। লরিতে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের চন্দন কাঠ রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পাচারের উদ্দেশ্যে এই চন্দন কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসা বাদ চালাচ্ছে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা।