নিউজ ডেস্ক : প্রাক্তন শাসক পার্টি ও তাদের সেনারা হর্ষধ্বনির মাঝে প্রাদেশিক রাজধানী, মেকেলেতে প্রবেশ করলে, ইথিওপিয়া সরকার একতরফা ভাবে টিঘ্রায়ে অঞ্চলে যুদ্ধ ঘোষণা করে। সোমবার দিনের শেষে রাষ্ট্রীয় মাধ্যমে ইথিওপিয়া সরকার ঘোষণা করে যে, যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা হবে। এই অঞ্চলে ৮ মাস ব্যাপী সংঘাতের পর, এই যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হোল।
মেকেলেতে অবস্থানরত, VOA ‘র সাংবাদিকেরা জানান, তারা রবিবার থেকে এই অঞ্চলে কোনো ইথিওপিয়ার সরকারি সেনাদের দেখতে পান নি। টিঘ্রায়ে পিপলস লিবারেশন ফ্রন্ট’র বিদ্রোহী সেনারা তাদের পার্টি-রেডিও মারফত ঘোষণা করে যে, তারা মেকেলে প্রবেশ করছে, যে খবরে জনগণ রাস্তায় আনন্দে মেতে ওঠেন। এপি সংবাদ মাধ্যম জানায়, টিঘ্রায়ে পিপলস লিবারেশন ফ্রন্ট’ গত সপ্তাহে বড় ধরণের অভিযান চালায় এবং সরকারি এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় যে, যোদ্ধারা শহরের খুব কাছে এসে পৌঁছেছে।
তবে পার্শ্ববর্তী দেশ, ইরিত্রিয়া থেকে কোনো মন্তব্য করা হয় নি এবং তাদের সেনা বাহিনী ঐ অঞ্চলে আছে কিনা, তাও স্পষ্ট নয়। টিঘ্রায়ের জনগণ ঐ অঞ্চলে বর্বরতা চালানোর জন্য ইরিত্রিয়ার সেনাবাহিনীকে দোষারোপ করেছেই।
সৌজন্য : ভয়েস অফ আমেরিকা