মুখ্যমন্ত্রীকে ৫ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে , বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা গ্রহণ করে হাইকোর্ট । তবে আদালতের নির্দেশ , ৫ হাজার টাকা করে আদালতে জমা রাখতে হবে। পরবর্তী শুনানি ১৫ জুলাই। ১০ দিনের মধ্যে উত্তর দেবে সিবিআই। উল্লেখ্য , মুখ্যমন্ত্রীর দেরি করে হলফনামা জমা দেওয়ার বিষয়ে মঙ্গলবারের শুনানিতেই ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি। জরিমানা করা হতে পারে , এমনটা ইঙ্গিতও দেওয়া হয়েছিল। এরপর আজ , বুধবার বৃহত্তর বেঞ্চ স্পষ্ট করে দেয় এই হলফনামা গ্রহণ করা হবে। কিন্তু হলফনামা জমা দিতে দেরি হওয়ায় ৫ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।