দেশের অতিমারী পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের মোদী সরকারের সার্বিক ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বিগত এক মাস যাবৎ সারা দেশব্যাপী “করোনায় হল দেশ ছারখার,/ গদি ছাড়ো মোদী সরকার” শীর্ষক যে অনলাইন প্রচার অভিযান পরিচালনা করে আসছিল তার শেষ পর্বে এসে গতকালকের ওয়েবিনার থেকে পার্টির পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্ববৃন্দ মোদী সরকারকে আবারও তীব্র ভাষায় নিন্দা জানায় । এদিনের ওয়েবিনারের আলোচ্য বিষয় ছিল “মতবিরোধ দমন, সমালোচনার কন্ঠরোধ; নাকি জাতীয় জরুরী স্বাস্থ্য অবস্থার মোকাবিলা ?” । উক্ত বিষয়ের উপর প্ৰথম বক্তব্য রাখতে গিয়ে পার্টির পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সহ-সভাপতি জনাব মীর্জা নুরুল হাসান সাহেব কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করে বলেন,”অতিমারীর সংকটের মধ্যে দেশের সাধারণ মানুষের স্বার্থে যেখানে সরকারের উচিৎ ছিল সুলভে অক্সিজেনের যোগান দেওয়া বা করোনা মোকাবিলার উপকরণ হিসাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদির উপর থেকে করের বোঝা তুলে নেওয়া, তা না করে সরকার উল্টে এর উপর অতিরিক্ত ট্যাক্স চাপিয়েছে এবং করোনা আক্রান্ত প্রিয়জনদের শেষকৃত্যের কাজও এতো ব্যয়বহুল হয়ে উঠেছে যে সাধারণ মানুষ প্রিয়জনের লাশ নদীর জলে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে । এরকম এক নিদারুণ অর্থনৈতিক ও সামাজিক সংকটকালেও সরকার দেশবাসীর কষ্টের ভাগিদার না হয়ে বরং সকল সরকারবিরোধী কন্ঠের টুঁটি চেপে ধরতে চেয়েছে এবং নির্বিচারে U.A.P.A. থেকে শুরু করে নানান দানবীয় আইনের অপপ্রয়োগ করে দেশ বিরোধিতা বা সন্ত্রাসমূলক কাজের মিথ্যা অজুহাতে নিরাপরাধ মানুষদের জেলে পুরেছে । বিশ্ব সভ্যতার ইতিহাসে এসব খুবই ন্যাক্কারজনক একটা উদাহরণ হিসাবে লেখা থাকবে ।” মোদী সরকারের অপদার্থতার উল্ল্যেখ করে ওয়েবিনারের দ্বিতীয় বক্তা ওয়েলফেয়ার পার্টির পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সহ-সভাপতি শিক্ষক মাহফুজুর রহমান বলেন,”ভারতের মতো একটি বহুত্ববাদী দেশের প্রধানমন্ত্রী পদে উগ্র-হিন্দুত্ববাদের পোস্টারবয় তথা গুজরাত দাঙ্গার নায়ক নরেন্দ্র মোদী কোনওদিনই যোগ্য প্রার্থী ছিলেন না । কিন্তু, বিজেপি-র ঘনিষ্ঠ কিছু পরগাছা পুঁজিপতি ও এক অংশের কর্পোরেটদের মদতে মনোমহিনী নির্বাচনী প্রচার ও গালভরা প্ৰতিশ্ৰুতির বন্যায় দেশবাসীকে ভাসিয়ে তিনি ক্ষমতার মসনদ দখল করেছেন । তাই, আজ অতিমারীর মধ্যেও দেশবাসীর উপর যে দমন-পীড়ন নামিয়ে আনা হচ্ছে ও নানান অজুহাতে সমালোচনার কণ্ঠরোধ করতে গবেষক ছাত্র, ডাক্তার, উকিল, কবি-সাহিত্যিক, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃত্ব তথা সাংবাদিকদের যেভাবে মিথ্যা মামলায় জেলে ঢোকানো হচ্ছে তা আমাদের চোখে বিসদৃশ ঠেকলেও ক্ষমতায় আসীন হওয়ার দিন থেকেই মোদী সরকার তার চলার পথকে মসৃণ করতে এই কার্য্যক্রম চালিয়ে আসছে । মোদীর রাজনৈতিক ক্ষমতায়নে মদতদাতা কর্পোরেট গোষ্ঠীকে তুষ্ট করতেই দেশের সাধারণ জনতাকে বঞ্চিত করে দেশের জল-জমিন-জঙ্গলের অধিকার ঐ কর্পোরেটগোষ্ঠীদের হাতে সপে দেওয়া হচ্ছে । দেশকে প্রকৃত উন্নয়নের কোনও মডেল উপহার দিতে ব্যর্থ মোদী সরকার দেশের ব্যাঙ্ক, রেল, বিমান পরিষেবা থেকে শুরু করে শিক্ষা-জনস্বাস্থ্য সর্বত্রই ঢালাও বেসরকারীকরণ করে চলেছে । এটা কোনও দেশপ্রেমী, জাতীয়তাবাদী সরকারের চরিত্র হতে পারে না । আসলে এই কেন্দ্রীয় সরকার শ্রমিকবিরোধী, কৃষি ও কৃষক বিরোধী, সর্বোপরি দেশবিরোধী ও মানবতাবিরোধী । করোনা অতিমারীর সংকটের মধ্য দিয়ে সরকারের এই দেশবিরোধী চরিত্র প্রকাশ্যে এসে গেছে । তাই, অবিলম্বে এই সরকারের পতন দরকার । এরা বিরোধিতা সহ্য করতে পারেনা বলেই নির্বিচারে নিরাপরাধ মানুষের উপর দমন-পীড়ন চালায়, জেলবন্দী করে সমালোচনার মুখ বন্ধ করতে চায় । এই মানবতা বিরোধী, সংবিধান বিরোধী, অপদার্থ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে আপামর দেশবাসীকে পথে নেমে বিক্ষোভ, বিদ্রোহ করতে হবে । অঘোষিত জরুরী অবস্থার মতো এই বন্দীদশা থেকে মুক্তির জন্য সকল দেশবাসীকে একসাথে প্রতিবাদে সোচ্চার হতে হবে ।” উক্ত ওয়েবিনারটির সঞ্চালনায় ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী ।