ডক্টর’স ডে-তে মগরাহাট থানার পক্ষ থেকে সম্মানিত ও সংবর্ধিত ডা. আসিফ বেগ

সাবির উল লাহ্, মগরাহাট : ভয়াবহ করোনা মহামারীতে জীবন বাজি রেখে জনসেবায় নিজেকে নিয়োজিত করার স্বীকৃতি পেলেন ডা: আসিফ বেগ।মগরাহাট থানার পক্ষ থেকে এস.আই সুব্রত মালাকার ডক্টর’স ডে তে বিশেষ সম্মান প্রদান করলেন বেগ ক্লিনিকের কর্নধার ডা: আসিফ বেগ ও তাঁর সহকারী হাফিজুল বেগ মহাশয়দের। বেগ ক্লিনিকে চিকিৎসা নিতে আসা মোহনপুর, মাধবপুর, মৌখালী, গোপীনাথপুর, হেরিয়া, হোটর সহ আশেপাশের গ্রামের মানুষের মুখে শোনা গেল ডাক্তার বাবু সম্মন্ধে ভুয়সী প্রশংসা।

এই সম্মানে অভিভূত ডা: বেগ এস.আই সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেন “মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে গড়া আমার ক্লিনিকে সর্বদা মানুষের সেবা দিতে আমি প্রস্তুত। এস.আই সাহেবকে অনেক ধন্যবাদ।এই সম্মান আমার দ্বায়িত্ব আরও বাড়িয়ে দিল।”

মালাকার বাবু বলেন “ডাক্তার বাবুকে সম্মান প্রদান করতে পেরে আমি ধন্য। করোনা মহামারীতে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত এমন মানুষের গুরুত্ব সমাজে অপরিসীম।” প্রায় ১০-১২ কিমি দূর জালাসী থেকে চিকিৎসা গ্রহণ করতে আসা রাজু কুমার বলেন “এমন সময় যখন অনেক চিকিৎসক করোনার জন্য চিকিৎসা বন্ধ করে দিয়েছেন, সেখানে ডাক্তার বাবু কম খরচে যে চিকিৎসা আমাদের দিচ্ছেন তাতে কোন প্রশংসাই তাঁর জন্য যথেষ্ট নয়।”এলাকারই এক রোগীর কথায় ‘ডাক্তার বাবু আমাদের গ্রামের গর্ব।সর্বদা ডাকলে পাই,সে যখনিই হোক যত রাতই হোক বা দিন।’

Latest articles

Related articles