এনবিটিভি ডেস্ক: চলে গেলেন বলিউডের তরুণ কাস্টিং ডিরেক্টর কৃষ কাপুর। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয় এই উঠতি কাস্টিং ডিরেক্টরের। ৩১ মে মৃত্যু হয় বি টাউনের এই তরুণ কাস্টিং ডিরেক্টরের। রিয়া চক্রবর্তী জেলেবি থেকে কৃতি খারবান্দা, পুলকিত সম্রাটের ভিরে কি ওয়েডিং বেশ কয়েকটি ছবিতে কাজ করেন কৃষ।
৩১ মের পর প্রথমে জানা যায়, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কৃষ কাপুরের। পরে প্রয়াত কাস্টিং ডিরেক্টরের কাকা পিটিআইকে জানান, সড়ক দুর্ঘটনায় নয়, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয় তাঁর ভাইপোর। মুম্বইয়ের মীরা রোডের বাড়িতে আচমকাই অজ্ঞান হয়ে যান কৃষ। এরপরই তাঁর মৃত্যু হয়।
তবে আগে থেকে অসুস্থ ছিলেন না কৃষ।
এমনকি, তাঁর অসুস্থতার কোনও মেডিকেল হিস্ট্রিও নেই। ৩১ মে আচমকাই কৃষ অজ্ঞান হয়ে যাওয়ার পরই তাঁর মৃত্যু হয়।
কৃষের মৃত্যুতে শোক প্রকাশ করেন বি টাউনের সেলেবরা। সংগ্রাম সিং নিজের ট্যুইটার হ্যান্ডেলে কৃষের ছবি প্রকাশ করে শোক প্রকাশ করেন।