প্রায় বত্রিশ লক্ষ টাকায় নতুন কংক্রিটের ঢালাই রাস্তার উদ্বোধন

ক্যানিং: রবিবার ক্যানিং থানায় হাফ কিলোমিটার রাস্তা প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিটের রাস্তা উদ্বোধন করলেন বিধায়ক পরেশ রামদাস। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং এক নম্বর ব্লক আধিকারিক শুভঙ্কর দাস ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার ক্যানিং থানার আই, সি আতিবুর রহমান এক নম্বর পঞ্চায়েত প্রধান হরেন ঘোরই মাতলা দুই নম্বর পঞ্চায়েত প্রধান উত্তম দাস সহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ।

 

সেই ইংরেজ আমলে তৈরি ক্যানিং থানা তার ফলে এই থানার চারিদিকে রয়েছে পুলিশ আবাসন সেই পুলিশ আবাসন সমস্যা হয় যাতায়াতের পুলিশকর্মীদের। বর্ষা হলে জমে যায় হাঁটু পর্যন্ত জল। দূর্ভোগে পড়তে হয় বিভিন্ন পুলিশকর্মী থেকে তার পরিবারের লোকজন। সেই কথা ভেবেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে ক্যানিং মাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় প্রায় বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিট ঢালাই রাস্তার উদ্বোধন করা হলো। এই দিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা উদ্বোধন করেন বিধায়ক সহ ব্লক আধিকারিক ও ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য প্রতিনিধিগণ।

রিপোর্ট চিত্রা ঘোষ (ক্যানিং থেকে)।

Latest articles

Related articles