আজই তৃণমূলে যোগ দিতে পারেন প্রয়াত ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিত্ মুখোপাধ্যায়। আজ বিকেলে তৃণমূল ভবনে তিনি যোগ দেবেন বলে জানা যাচ্ছে। সেখানেই তৃণমূলের পতাকা আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হবে। রাজনৈতিক মহলে অনেকদিন ধরেই জল্পনা চলছিল অভিজিত্ মুখোপাধ্যায় তৃণমূলে যোগদান করতে পারেন। আজই জল্পনার অবসান ঘটতে চলেছে। জানা গেছে বিকেল চারটের সময় সাংবাদিক বৈঠক করবেন পার্থ চট্টোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। তখনই অভিজিত্ মুখোপাধ্যায় যোগদান পর্ব সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন গোটা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে।