দেবাঞ্জনের তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার জনস্বার্থ মামলার শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে । হাইকোর্টের আইনজীবী সন্দীপন দাস এই অপরাধের তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি তুলে জনস্বার্থ মামলা করেন।
বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, এই মুহূর্তে ১৭ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত ৫০ জনকে জেরা করা হয়েছে। টিকা সংক্রান্ত সমস্ত রিপোর্টের পরীক্ষা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকটি রিপোর্ট পাওয়ার অপেক্ষা মাত্র। সে সব তথ্য হাতে পেলেই চার্জশিট দাখিল করা হবে।
ইতিমধ্যে দেবাঞ্জন ছাড়া আরও চারজন গ্রেপ্তার হয়। দেবাঞ্জনের সঙ্গে শাসকঘনিষ্ঠ নেতাদের ছবি ঘিরে আরও বিতর্ক তৈরি হয়। এরপরই রাজ্যের তদন্তের উপর অনাস্থা প্রকাশ করেন বিরোধীরা।
আজ অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শুনে রাজ্যের তদন্তের উপরই আস্থাপ্রকাশ করেন দুই বিচারপতি। তাঁরা জানান, এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই।
Related articles