চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছিল ৩০ বছরের যুবকের সঙ্গে। খবর পেয়ে বিয়ের আসরে হাজির হল পুলিশ। বরসহ তিনজনকে জেলে পাঠানোর পাশাপাশি চারজনকে জরিমানা করা হয়। ঘটনাটি ঘটে বগুড়ার কাহালু উপজেলায়। পুলিশ সূত্রের খবর, চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ার খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। বিয়ে ভেঙে দিয়ে কাজী আব্দুল গফুরকে ১০ মাসের কারাদণ্ড, বর মোমিন মণ্ডল ও কনের ফুফা রফিকুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কনের ফুফু খালেদা বেগমকে চার হাজার টাকা, বরের দুলাভাই জাহাঙ্গীর ও দাদা আনিছুরকে তিন হাজার টাকা করে, বরের চাচা সেকেন্দারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Related articles