নিউজ ডেস্ক : জম্মু কাশ্মীরের ১১ জন সরকারি কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগে। এর মধ্যে হিজবুল মুজাহিদিনের প্রধান সালাউদ্দিনের দুই ছেলের চাকরিও কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে ভারতীয় সংবিধানের ৩১১ ধারায় বরখাস্ত করা হয়েছে, যার অধীন কোনো তদন্ত করা হয় না।
প্রশাসন সূত্রে বলা হয়েছে, বরখাস্ত হওয়া ১১ জন কর্মীর মধ্যে ৪ জন অনন্তনাগ ও ৩ জন বদগামের বাসিন্দা। এছাড়া বাকিরা শ্রীনগর, পুলওয়ামা ও কুপওয়ারার বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে ৪ জন শিক্ষা বিভাগে ও ২ জন জম্মু ও কাশ্মীরের পুলিশ বিভাগে কর্মরত। বাকিরা কৃষি, বিদ্যুৎ প্রভৃতি বিভাগে কাজ করতেন।
হিজবুল মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সইদ সালাউদ্দিনের দুই ছেলেকেও চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধেও সন্ত্রাসবাদে অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
বাকি সব অভিযুক্তদের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ করা হয়েছে। অন্যতম অভিযুক্ত একজনের বিরুদ্ধে অভিযোগ তিনি নিয়মিত লস্করের মতো জঙ্গি গোষ্ঠীকে নিয়মিত খবর সরবরাহ করতেন। কেবল খবর দেওয়াই নয়, ওই ব্যক্তি নিয়মিত নিরাপত্তা বাহিনীর উপরে নজরদারি চালাতেন।
জম্মু ও কাশ্মীরের দুই পুলিশ কর্মীকে ও বরখাস্ত করা হয়েছে সন্ত্রাসবাদীদের খবর সরবরাহ করার অভিযোগে। এছাড়াও তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কর্মীদের ওপর হামলার অভিযোগ ও আনা হয়েছে।