খাস কলকাতার বুকে এসটিএফের জালে জেএমবির জঙ্গিরা। তিনজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতদের নাম, সাব্বির ওরফে নিখিলকান্ত, রবিউল ইসলাম, নাজিউর রহমান। ধৃতদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর তাদের কাছ থেকে বাংলাদেশের বেশকিছু পাসপোর্ট, অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরপুকুরে তারা থাকতো। এলাকায় এলাকায় মশারি, ফল বিক্রি করতে বলে জানা গেছে।
গোপন সূত্রে খবর পেয়ে মহাত্মা গান্ধীর রোডের ওপর পুলিশ অভিযান চালিয়ে জেএমবি জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করে কলকাতা পুলিশের এসটিএফ। সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট খতিয়ে দেখে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে তাদের যোগসুত্র পাওয়া গেছে।
লালবাজারে তাদের চলছে জিজ্ঞাসাবাদ। ধৃতদের কাছ থেকে একটি ডায়েরি পাওয়া গেছে ।ঐ ডাইরিতে একাধিক জেএমবি নেতাদের নম্বর পাওয়া গেছে। শহরের বুকে একসঙ্গে তিনজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা লালবাজার পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে। আগামীকাল ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে জানা গেছে।