নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সাবেক এমপি খুররম খান চৌধুরী,আইসিইউতে চিকিৎসাধীন, রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করছে।

স্টাফ রিপোর্টার কামরুজ্জামান রুবেল।

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ৪ বারের নির্বাচিত সাবেক মাননীয় সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ।

বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণে) চিকিৎসাধীন রয়েছেন। গত ৮ই জুলাই তিনি অসুস্থাবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

জনপ্রিয় এই সাবেক সাংসদ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক ও নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি ও বর্ষীয়ান রাজনৈতিক নেতা হিসাবে বিশেষভাবে পরিচিত। বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর রোগমুক্তি কামনায় নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সর্বস্তরের মানুষ সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর একমাত্র পুত্র নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাসের খান চৌধুরী।

অপরদিকে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে উনার রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে। সে লক্ষ্যে বুধবার (১৪ই জুলাই) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপুর পক্ষ থেকে স্টেশন রোডস্থ অফিসে দোয়ার অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া এ ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের আজীন সদস্য এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই প্রবীণ নেতার আশু রোগমুুক্তির জন্য নান্দাইল প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল শাখা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

Latest articles

Related articles