মালদায় এক ব্যবসায়ীকে খুনের চেষ্টা করে প্রায় আড়াই লক্ষ টাকা লুটের অভিযোগ

মালদা: হাঁসুয়া দিয়ে কুপিয়ে এক ব্যবসায়ীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মারধর করে ওই ব্যবসায়ীর কাছ থেকে লুট করা হয় নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদা জেলার অন্তর্গত মোথাবাড়ি থানার লক্ষ্মীপুর এলাকায়।

জানা গিয়েছে, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম মোঃ জুলফিকার। বাড়ি ওই এলাকাতেই। ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের কাজ করে ওই ব্যবসায়ী। তাঁর অভিযোগ বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক সেই সময়ই লক্ষ্মীপুর এলাকায় ৫ জন দুষ্কৃতী হাঁসুয়া দিয়ে তার ওপর হামলা করে। এলোপাতাড়ি কোপ মারতে থাকে তারা। তার কাছে থাকা নগদ দু লক্ষ ৪৫ হাজার টাকা নিয়ে এরপর পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় মোথাবাড়ি থানায় রুবেল শেখ গোলাম মুস্তাফা সহ ৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Latest articles

Related articles