হরিয়ানা তে পিটিয়ে মারা হলো এ রাজ্য থেকে কাজ করতে যাওয়া 30 বছরের পরমেশ্বর ধারা নামের এক ব্যক্তিকে। জানা গিয়েছে,তিনি পাথর প্রতিমার দক্ষিণ গোপালনগর এর বাসিন্দা কে। দিল্লির গুরগাঁও এর 49 নম্বর সেক্টরের বাঙালি কলোনিতে থাকতেন পরমেশ্বর বাবু। গতকাল বিকালে স্থানীয় কিছুমানুষের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটি চলার সময় রড দিয়ে তাকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ বাড়ির লোকজনের। দিল্লিতে গত পয়লা জুন পাথর প্রতিমার রাক্ষসখালির বাসিন্দা অসিত দাস কে জাঙ্গীপুরি এলাকায় পিটিয়ে মারা হয়েছিল।এবার হরিয়ানায় এই রাজ্য থেকে কাজ করতে যাওয়া শ্রমিককে পিটিয়ে মারার ঘটনায় প্রশ্ন চিহ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। গতকাল খবর পাওয়ার পর গুরগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনার জেরে কাউকে গ্রেফতার করেনি,তদন্ত চলছে।