রোয়িং ইভেন্টেও শেষ হল ভারতের আশা। পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গেল অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংয়ের জুটি। ৬ দলের লড়াইয়ে ষষ্ঠ স্থানে প্রতিযোগিতা শেষ করতে সক্ষম হন ভারতীয়রা। পঞ্চম স্থানে শেষ করা প্রতিযোগীদের থেকে সময়ের ব্যবধান অনেকটাই বেশি থাকে ভারতীয় জুটির।
রোয়িং ইভেন্টে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসের এ/বি দুই সেমিফাইনালে প্রথম স্থান দখল করে আয়ারল্যান্ড। তাদের সময় লাগে ৬:০৫.৩৩। দ্বিতীয় স্থানে থাকা ইতালির রেস শেষ করতে ৬:০৭.৭০ সময় লাগে। তৃতীয় স্থানে এই সেমিফাইনাল শেষ করেন বেলজিয়ামের প্রতিযোগীরা। এই তিন দলই ইভেন্টের ফাইনাল ‘এ’-তে পৌঁছনোর সুযোগ পায়।
যারা বৃহস্পতিবার ইভেন্টের অন্য সেমিফাইনাল-জয়ীদের সঙ্গে লড়াই করবে।
অন্যদিকে যোগ্যতা অর্জন পর্বে সাড়া জাগানো ভারতীয় জুটি লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টের এ/বি দুই সেমিফাইনালে একেবারে মুখ থুবড়ে পড়েছে বলা চলে। ৬ দলের প্রতিযোগিতার সর্বশেষ স্থানে প্রতিযোগিতা শেষ করেন অর্জুন ও অরবিন্দ। ৬:২৪.৪১ সময় নেন তাঁরা। নিয়ম অনুযায়ী ইভেন্টের প্রতি সেমিফাইনালের শেষ তিন দলকে ফাইনাল ‘বি’-তে অংশ নিতে হবে। যদিও এই রাউন্ডে ক্রমতালিকার হেরফের ছাড়া আর কিছুই করতে পারবেন ভারতীয় রোয়াররা।
এই রাউন্ডেও বাউয়ারের ভূমিকা পালন করেন অর্জুন লাল জাট। স্ট্রোকারের ভূমিকা পালন করেন অরবিন্দ সিং। যাঁরা হিটে নিয়ে পঞ্চম স্থান দখল করেছিলেন। ১৫০০ মিটার মার্ক পর্যন্ত পিছিয়ে থাকার পর ৫০০ মিটারে গতি বাড়িয়ে পঞ্চম স্থান দখল করার পাশাপাশি রেপেচেজস রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ভারতের অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং।