মালদা,২৮ জুলাই : ব্রাউন সুগার সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল মালদা ইংরেজবাজার থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মঙ্গলবার মালদার মহদীপুর লালবাজার এলাকায় অভিযান চালিয়ে ধৃতদের গ্রফতার করে। ধৃতদের নাম মলয় মন্ডল এবং অসিত মন্ডল। ধৃতদের বাড়ি কালিয়াচক থানার শৈলপুর, সোনাপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৬৩ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। এছাড়াও ধৃতদের কাছ থেকে একটি মোটর বাইক উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।
Related articles