১৭ বছরের নাবালিকাকে স্কুল থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরজিনা খাতুন নামের ওই স্কুল ছাত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার সামশেরগঞ্জ থানার ১৫ নম্বর ওয়ার্ডের সামশেরগঞ্জ মাঠ পাড়া গ্রামে।
পরিবারের অভিযোগ, হিজলতলার ওই যুবক বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেয়। বালিকার বাড়ির লোক রাজী না হলে গালিগালাজ করে, একাধিকবার ঝামেলাও হয়। ঘটনাটি ঘটার পর থেকেই অভিযুক্ত ওই যুবক বাপি সেখ ও তার বন্ধুরা পলাতক।
অভিযোগ, সোমবার পরীক্ষা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে স্কুলে যায় নাবালিকা। স্কুল থেকে ফেরার সময় অভিযুক্ত যুবক ও তার বন্ধুরা তাকে অন্যত্র নিয়ে গিয়ে গলা টিপে কীটনাশক খাইয়ে দেয় তারপর রাত্রি আটটা নাগাদ বাড়ির কাছে একটা জায়গায় ছেড়ে যায়। নাবালিকাকে প্রথমে অনুপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়,সেখানেই মৃত্যু হয় তার। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তি চান নাবালিকার পরিবার। সামশেরগঞ্জ থানার পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে।