উদ্বেগ বাড়িয়ে আবারও ঊর্ধ্বগামী করোনাগ্রাফ, একদিনে দেশে প্রায় ১২ হাজার বাড়ল দৈনিক সংক্রমণ

এনবিটিভি ডেস্ক: নয়াদিল্লি : ভারতে করোনায় গতকালের তুলনায় প্রায় ১২ হাজার বাড়ল দৈনিক সংক্রমণ। ফের সাড়ে পাঁচশো ছাড়াল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৬২ জনের মৃত্যু হয়েছে।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬২৫।

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩।  করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার ২২ জন।

 

 

Latest articles

Related articles