এনবিটিভি ডেস্ক: আজ থেকে খুলে গেল রাজ্যের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিনেমা হল। এবার নবান্নে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, পুজোর পরে রাজ্যে খুলতে পারে স্কুলও। একদিন অন্তর স্কুল খোলার ভাবনা রাজ্য সরকারের। জানালেন মুখ্যমন্ত্রী। দেড় বছরের ক্ষতি সামলাতে ক্লাস চালু হোক। স্বাগত জানিয়ে মত চিকিৎসক থেকে শিক্ষাবিদদের।
করোনার দাপটে দেড় বছর ধরে বন্ধ স্কুল। বাতিল হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়ে যান সবাই। আবার স্কুল খোলার ঘোষণার পর খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরা।