কাছে এসেও ব্রোঞ্জ হাতাছাড়া রানীদের, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হার ভারতীয় মহিলা হকি দলের

টোকিও: টোকিও অলিম্পিক্সে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে মহিলা হকিতে হার ভারতের। দুরন্ত লড়েও হাতছাড়া ব্রোঞ্জ। ৪-৩ গোলে এদিন গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হার মানতে হয় ভারতকে। এদিন শুরু থেকে অবশ্য ২ দলই বেশ ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে খেলছিল। প্রথম কোয়ার্টারে ২ দলই আক্রমণে গেলেও নিজেদর ডিফেন্সে বেশি সজাগ ছিল। ফলে খেলার ফল প্রথম কোয়ার্টারে হয় গোলশূন্য। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই খেলার গতিপথ অনেকটা ঘুরে যায়। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হকিতে দ্বিতীয় কোয়ার্টারে পরপর ২ গোল হজম করতে হয় ভারতকে। কিন্তু এরপরই গোলশোধ করে নেয় ভারতীয় দল।  গুরজিতের গোলে ব্যবধান কমাল ভারতীয় দল। কিছুক্ষণের মধ্যে ফের একবার গোল করেন গুরজিত। পেনাল্টি কর্নার থেকে এই গোলের মাধ্যমেই ম্য়াচে সমতা ফেরায় ভারতীয় মহিলা হকি দল।

 

দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে আরও একটি গোল করে ভারত। এবার ভারতের হয়ে গোল করেন বন্দনা। দ্বিতীয় কোয়ার্টারের শেষে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে এগিয়ে যায় ভারত। এরপর তৃতীয় কোয়ার্টারেই অবশ্য ম্যাচে সমতা ফিরিয়ে নেয় গ্রেট ব্রিটেন। সেই কোয়ার্টারে ভারত আর গোল করতে পারেনি।

 

চতুর্থ কোয়ার্টারে অতিরিক্ত ডিফেন্সিভ খেলার ফল ভোগ করতে হয় ভারতকে। পরপর পেনাল্টি কর্নার পেয়ে গোল করে এগিয়ে যায় গ্রেট ব্রিটেন। এরপর আর পুরো ম্যাচে গোল করতে পারেনি ভারতীয় মহিলা হকি দল। টোকিও অলিম্পিক্সে হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হার মানতে হয় রানিদের। দুরন্ত লড়েও ব্রোঞ্জ হাতছাড়া হয় ভারতীয় মহিলা হকি দলের। গোটা অলিম্পিক্সে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারতীয় দল। পুরুষ ও মহিলা হকিতে এবার ভীষণ প্রশংসা কুড়িয়েছে ২ শিবিরই।

 

Latest articles

Related articles