আজ আবারও মুখভার তিলোত্তমার

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখা, এই দুইয়ের জেরেই রাজ্যে বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে।

এমনিতেই, সকাল থেকে আকাশ আজ তিলোত্তমার বুকে মুখ কালো করে রেখেছে। সকাল থেকেই বিক্ষিপ্ত স্থানে কয়েক পশলা বৃষ্টি হয়ে গেল। আজও রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা-এই দুইয়ের কারণে আগামী কয়েকদিন ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। সূত্রের খবর, আগামী ৮ তারিখ পর্যন্ত বাংলায় চলবে লাগাতার বৃষ্টি। এরপর, ৯ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Latest articles

Related articles