ব্লুটুথ ইয়ারফোন বিস্ফোরণে মৃত্যু হল রাজস্থানের এক যুবকের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (9)

ব্লুটুথ ইয়ারফোন বিস্ফোরণ (Bluetooth Earphone Device) হয়ে মৃত্যু হল এক যুবকের। রাজস্থানের (Rajasthan) জয়পুর জেলার ঘটনা। মৃত যুবকের নাম রাকেশ নগর। তিনি জয়পুরের চৌমু এলাকার উদয়পুরিয়া গ্রামের বাসিন্দা। চিকিত্‍সকরা জানিয়েছেন যে ইয়ারফোন বিস্ফোরণ হওয়ার পরে যুবকের কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাকেশ তাঁর ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করে ফোনে কথা বলছিলেন। হঠাত্‍ই ইয়ারফোনের বিস্ফোরণ হয়, রাকেশ জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁর দুই কানে আঘাত লাগে। সিদ্ধিভিনায়ক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের চিকিত্‍সক এল এন রুন্ডলা জানান, ব্লুটুথ ইয়ারফোন ডিভাইস বিস্ফোরণের পর যুবক জখম হন। সম্ভবত ওই যুবক হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর