দক্ষিণবঙ্গ আজ আকাশ মেঘলা থাকবে, মঙ্গলবার থেকে ভাসবে উত্তরবঙ্গ

নিউজ ডেস্ক : আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে ও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্ত উত্তর দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে মৌসুমী অক্ষরেখা থাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ৷ এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার অবস্থান পুরুলিয়া, দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে।এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস থেকেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এই বজ্রগর্ভ মেঘ থেকেই আগামী ২৪ ঘণ্টাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

সোমবারের পর থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ১১ তারিখ থেকে উত্তরবঙ্গের ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সোমবারের পর থেকে উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

Latest articles

Related articles