ভাঙড়: তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে মুহুমুহু বোমা বর্ষণে উত্তপ্ত ভাঙড়ের জামিরগাছি এলাকা। ঘটনাস্থল থেকে সাতটি তাজা বোমা উদ্ধার করছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে কাশিপুর থানার পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ভাঙড়ের ভোগালী- ১ নম্বর অঞ্চলের জামিরগাছি বাজারে তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধনের আগেই অপর গোষ্ঠীর লোকজন কার্যালয়ে বোমাবাজি করে। ছিড়ে ফেলে শুভাশীষ চক্রবর্তীর ফেস্টুন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও ফেষ্টুন ছিড়ে ফেলে। দলীয় পতাকা খুলে ফেলে দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি থেকে এক পর্যায়ে বোমাবাজি শুরু হয়। এই ঘটনায় পুরো এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।