ফের জয় টাইগারদের, শাকিবের ৪ উইকেট, অজিদের ৬২ রানে শেষ করে দিল বাংলাদেশ

ঢাকা: সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখাল বাংলাদেশ। শেষ ম্যাচে অজিদের চূর্ণ করে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল মাহমুদুল্লা রিয়াদের দল। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হয়ে গেল অস্ট্রেলিয়া।

পঞ্চম ম্যাচে বাংলাদেশ প্রথম ব্যাট করে তুলেছিল ৮ উইকেটে ১২২ রান। সেই রান তাড়া করতে গিয়ে মাত্র ৬২ রানে গুটিয়ে গেল অজিরা। ফলে ৬০ রানে ঘরের মাঠে জিতে ইতিহাস গড়ল টাইগার্সরা।

 

শাকিব আল হাসান ৯ রানে ৪ ও মহম্মদ সইফউদ্দিন ১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাথু ওয়ডের দলকে গুঁড়িয়ে দিলেন।

 

করোনার জন্য গত সাত দিনে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছে দুই দল। পরবর্তী সিরিজের জন্য সোমবার রাত ১টায় বাংলাদেশ ছাড়বে অজিরা। সেই বিমানে ওঠার আগে আরও একটা হারের লজ্জা হজম করলেন ড্যান ক্রিস্টিয়ান, মিচেল মার্শরা।

সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছিল। এ বার ৪-১ ব্যবধানে হারিয়ে এই প্রথম সব ধরনের ক্রিকেটে অজিদের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ।

 

Latest articles

Related articles