গোলাম হাবিব,মালদা: ফুলাহার , মহানন্দা, নদীর জলের স্তর বিপদ সীমার নিচে থাকলেও গঙ্গার জল বিপদসীমার উপর দিয়ে বইছে যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। ইতিমধ্যে সেচ দপ্তরের কর্তারা যুদ্ধকালীন তৎপরতায় গঙ্গা ভাঙ্গন এলাকায় কাজ করে যাচ্ছেন। জল আটকানোর চেষ্টা করা হচ্ছে।
জেলা সেচ দপ্তর সূত্রে খবর মঙ্গলবার দুপুরে মানিকচক গঙ্গায় জলের স্তর 25.30 মিটার ফুলাহার এর জল স্তর 27.08 মিটার, মহানন্দা নদীতে জলের স্তর 27.08 মিটার। জেলা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রণব কুমার সামন্ত জানান আমাদের সেচ দপ্তরের কর্মীরা বিষয়টির উপর নজরে রাখছেন ইতিমধ্যে আমরা কাজও শুরু করেছি বিশেষ করে গঙ্গা ভাঙ্গন এলাকাতে কাজ শুরু করা হয়েছে।
মালদা জেলাতে এখন অব্দি 1004.70 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এখনো পর্যন্ত জেলায় 70% বৃষ্টিপাত হয়েছে।