এনবিটিভি ডেস্ক: সামনে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করলেন মুসলিমের বিখ্যাত নেতা মওলানা খলিল উর রহমান নোমানী।
সূত্রের খবর, দুই নেতার বেশ কিছুক্ষণ বৈঠক হয়। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আলোচনা হয় তাঁদের। কিভাবে যোগী সরকারকে হারিয়ে মসনদ ফের ফিরে পাওয়া যায় এই নিয়ে কথাবার্তা হয় বলে খবর।
দেশজুড়ে মোদি হাওয়ার ফলে কার্যত কঠিন সমাজবাদী পার্টির প্রত্যাবর্তন। সেই কারণে জোট করতে পারে অখিলেশের দল। সমাজবাদী পার্টির একার পক্ষে মসনদ ফিরে পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাই সতর্ক হয়ে জোটের পথে হাটতে চলেছে অখিলেশের দল।