এনবিটিভি ডেস্ক: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হুগলি জেলা কমিটি’র পক্ষ থেকে আজ সংযুক্ত মোর্চার বিধায়ক, দলের চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়। হরিপালে জেলা কমিটির বৈঠকে বিধায়ককে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন হুগলি জেলা সভাপতি লক্ষীকান্ত হাঁসদা। পাশাপাশি, জেলার সাংগঠনিক সভা থেকে জেলা কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি সামসুর আলি মল্লিক, অফিস সম্পাদক নাসিরুদ্দিন মীর, জেলা সহ-সভাপতি তাপস দাস, জেলা কোষাধক্ষ্য আমজাদ আলী প্রমুখ। যুগ্ম সম্পাদক হয়েছেন সূর্যদীপ বসু মুখার্জি ও আবু বক্কার মিদ্দ্যা, সহ-সম্পাদক সাদ্দাম হোসেন,সেখ মহঃ আকবর।
সংবর্ধনা সভায় নওশাদ সিদ্দিকী বলেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে। স্বাধীনতার দীর্ঘ দিন পরেও বহু জাতি উপজাতি ও মানুষ আর্থ-সামাজিকভাবে বঞ্চিত। তাদের অধিকারের জন্য আইএসএফ জোরদার আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর। বিধায়ক লোকাল ট্রেন চালু করার ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্যও জোরালো সওয়াল করেন।
কার্যকরী সভাপতি আইএসএফ এর নীতি-আদর্শ ও স্বতন্ত্র ভাবধারা বিশ্লেষণ করে কর্মীদের প্রশিক্ষণ দেন। হুগলি জেলা সভাপতি লক্ষীকান্ত হাঁসদা আগামীকাল স্বাধীনতা দিবসে দলের পক্ষ থেকে জেলাজুড়ে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছেন।