ঘানির মন্ত্রীরা কোথায় আশ্রয় না পেয়ে মোদির কাছে চাইল সাহায্য

 

শুক্রবার থেকেই আফগানিস্তানে রাজনৈতিক মহলে বেশ কিছু বড় নেতা ভারতে যেতে শুরু করেন। আফগানিস্তান তালিবানের দখলে যেতে দেশ ছেলে তাজিকিস্তানের পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তার মন্ত্রিসভার অনেক সদস্যই ভারতে আশ্রয় খুঁজছেন। ইতিমধ্যে অনেকে ভারতে পৌঁছেছেন।

রবিবার তালিবানরা কাবুল দখল করার পরেই দেশ ছেড়ে তাজিকিস্তানে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। দেশকে রক্তবন্যা থেকে রক্ষা করতে আগেভাগেই ইস্তফা দিয়েছেন তিনি। এর মাঝেই তাঁর মন্ত্রিসভার বহু সদস্যরাই ভারতে আশ্রয় চাইছেন। কেউ কেউ ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন।

রবিবার কাবুল দখলের আগেই শুক্রবার থেকে ভারতে আসতে শুরু করেছেন আফগানিস্তানের রাজনৈতিক মহলের কয়েকজন সদস্য। পরিস্থিতি সঙ্কটজনক হতেই জরুরি ভিত্তিতে ভিসা ভারতে চলে এসেছেন তাঁরা। ওয়াহিদুল্লাহ্‌ কলিমজাই, আব্দুল আজিজ হাকিমি, আব্দুল কাদির জাজাই, মালেম লালা গুল, জামিল কারজাই, হামিদ কারজাই আরো অনেকে।

Latest articles

Related articles