নতুন ক্লাবের হয়ে কবে মাঠে নামবেন মেসি? জানাল পিএসজি

প্যারিস: বার্সেলোনা ছেড়ে প্যারিসে লিয়োনেল মেসি। অনুশীলনেও নেমে পড়েছেন পিএসজি-র জার্সিতে। তবে সে সবই অন্দরমহলের দৃশ্য। ফুটবল বিশ্ব কবে নতুন জার্সিতে দেখবে বার্সেলোনার প্রাক্তনীকে? সেই প্রশ্নই এখন ঘুরছে মেসি-ভক্তদের মনে।

 

এই মরশুমে ফরাসি লিগে (লিগ ওয়ান) দুটি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। তবে মেসিকে এখনও মাঠে নামতে দেখা যায়নি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পরে এখনও অবধি কোনও ম্যাচ খেলেননি মেসি। প্রাক মরশুম অনুশীলনের সুযোগও পাননি ৩৪ বছরের ফুটবল তারকা। তাঁকে পুরোপুরি ফিট করে তবেই মাঠে নামাতে চাইছেন পিএসজি-র কোচ মরিসিও পচেত্তিনো।

এমন অবস্থায় ৩০ অগস্ট রেইমসের বিরুদ্ধে মেসিকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবর্গকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় পিএসজি। এখনও মাঠে না নামলেও দলের খেলা দেখতে মাঠে এসেছিলেন মেসি।

 

সেই ম্যাচের পর পচেত্তিনো বলেন, “কোপা আমেরিকা ফাইনালে খেলার পর এখনও অবধি মাত্র দু’দিন অনুশীলন করেছে মেসি। আমরা তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি সুস্থ হোক, দলের সঙ্গে ভাল ভাবে মিশে যাক। তারপরেই অভিষেক হবে ওর।”

 

Latest articles

Related articles