তৃণমূলের নতুন সাংগঠনিক জেলা সভাপতি হলেন সাওনি সিংহ রায়

ডোমকল: জেলা সাংগঠনিক রদবদল হয়ে নতুন সভাপতি হলেন সাওনি সিংহ রায়। তারই নাম ঘোষনা হতেই শুরু হয় মিষ্টি বিতরন এবং বাজি ফাটিয়ে উল্লাশ তৃণমূল নেতৃত্বের। ডোমকলের রবীন্দ্র মোড় এলাকায় উল্লাশে মাতেন তৃণমূল কর্মীরা। সবাই আনন্দে ফাটাচ্ছে ফটকা। খোদ রাস্তার উপরেই শয়ে শয়ে পড়ে চলেছে ফটকা বাজি।

 

সভাপতি পদ গঠন হতেই মিষ্টি মুখ করান ডোমকলের প্রাক্তন ভাইজ চেয়ারম্যান প্রদীপ কুমার চাকি। বর্তমান ভাইস চেয়ারম্যান আলম খাঁনকে নিজ হাতে মিষ্টি খাওয়ান। পাশাপাশি মিষ্টি দেন তৃণমূল কর্মীদেরও। জেলা সাংগঠনিক সভাপতি বদলের ভাবনা প্রকাশের পর থেকেই শাওনি সিংহ রায়ের নাম ভাসতে থাকে।

 

সোমবার তৃণমূলের জেলা সভাপতি হন শাওনি সিংহ রায়। নাম ঘোষনা হতেই শক্তি বৃদ্ধি পাবার কথা বলেন প্রাক্তন ভাইজ চেয়ারম্যান প্রদীপ কুমার চাকি। উল্লাশের মাঝে উপস্থিত ছিলেন বর্তমান ডোমকল পৌরসভার ভাইজ চেয়ারম্যান আলম খান। জেলা সভাপতি সাওনি সিংহ রায় হওয়াতে তিনি খুশি বলে জানান।

Latest articles

Related articles