এনবিটিভি ডেস্ক: আজ ডোমকল ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে ও ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের প্রয়াসে সোমবার ‘খেলা হবে দিবস’ পালিত হয়। ডোমকল ব্লকের নাজিরপুরের মোড় থেকে রঘুনাথপুর মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের ট্যাবলো গাড়ি নিয়ে ‘খেলা হবে’ দিবসের পথযাত্রা করা হয়।
এই পথযাত্রায় উপস্থিত ছিলেন ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, ডোমকল টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি,পৌরসভার ভাইস চেয়ারম্যান আলম খান,পৌরসভা সামিউল ইসলাম মার্শাল -সহ সকল নেতৃত্ব।