আশার আলো! ইসলামের প্রতি টান বাড়ছে সুশিক্ষিত মুসলিম যুব সমাজের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

12428_1 (1)

তরুণরা দিন দিন ধর্মের দিকে ঝুঁকছে। বর্তমান তরুণদের জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার হার ২০১৭ সালের চেয়ে অনেক বেড়েছে। অনেকে জামাত মিস হলেও একা পড়ে, দু এক ওয়াক্ত মিস হলেও বাকী গুলো পড়ে।

আবার অনেকে এখন নিজেদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করে। নিজেদের স্বল্প ধর্মীয় জ্ঞানের জন্য অনুতপ্ত হয়। নানান ইসলামী বই কিনে, পড়ে। বায়তুল মোকাররম মসজিদের পাশে এবারের ইসলামী বই মেলায় বেচাকেনার হার আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মেলায় বই বিক্রি করা প্রকাশনী গুলো চিন্তাও করেনি এতোটা পাঠক হবে, কোনো পাবলিসিটি ছাড়াই এতোটা বেচা-কেনা হবে । শুধু ফেসবুকেই যেটুকু পাবলিসিটি ছিলো তাদের! তাতেই মেলার সময় এমনকি শুক্রবারে হাটাও অনেকটা কষ্টসাধ্য ছিলো মেলা চত্ত্বরে।

এটাই তো হওয়ার কথা। মানুষ দিন দিন সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে নিজেকে চিনতে চাইবে, নিজের অস্তিত্ব খুঁজে বের করবে, আল্লাহকে চিনবে তার আনুগত্য পালন করবে।

যে যত বেশি সু শিক্ষায় শিক্ষিত হবে ততবেশি ধার্মিক হবে এটাই স্বাভাবিক! এখন, ধার্মিকতা, আল্লাহ ভীরুতাই স্মার্টনেস!
সূত্র : ডেইলি নয়া দিগন্ত

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর