মালদা: অনেক সময় দেখা যায়, অনেক জায়গায় ডাক্তারদের মারধোর করার অভিযোগের খবর উঠে আসে। আজ তার ভিন্ন চিত্র দেখা গেল মালদহের গোলাপগঞ্জ এলাকায় । হাসপাতালে ডাক্তারবাবুর বদলির খবর পেতেই ঝাঁপিয়ে পড়লো এলাকার বাসিন্দারা। যাতে বদলি না করা হয় তার জন্য। এই চিত্র দেখা যায় কালিয়াচকের গোলাপগঞ্জের গ্রামীণ হাসপাতালে।
জানা গিয়েছে, ডাক্তার মনোরঞ্জন বিশ্বাস প্রায় ৩৫ বছর ধরে এই গোলাপগঞ্জ গ্রামীন হাসপাতাল কর্মরত ছিলেন। মনোরঞ্জন বাবু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে ‘বিশেষ ডাক্তার’ সম্মান পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু হঠাৎ করে বুধবার সন্ধ্যায় ডাক্তারবাবুর নামে চিঠি আসে তাঁকে বদলি করা হছে। এই খবর শুনেই ক্ষোভে ফেটে পড়েন গোলাপগঞ্জ এলাকার বাসিন্দারা। এলাকার ‘নয়নের মণি’ ডাক্তারবাবুকে গোলাপগঞ্জ হাসপাতাল থেকে না সরানোর দাবিতে হসপিটাল চত্বরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের একটাই দাবি, ডাক্তারবাবুকে বদলি করা যাবে না। তার জন্য যদি তাঁদের অনশনে বসতে হয় তাহলে তাই করবেন। কিন্তু ডাক্তারবাবুকে বদলি কোনমতেই করতে দেবেন না। এই নিয়ে গোলাপগঞ্জ হাসপাতাল চত্বরে বিক্ষোভ চলতে থাকে দিনভর।