ইন্তেকাল করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী

 

 

হেফাজতে ইসলামের আমির হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তাঁর ইন্তেকালে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী গভীর শোক প্রকাশ করেন। নেতৃদ্বয় এক শোক বানীতে বলেন, দেশে ইসলামের খেদমতে যারা অক্লান্ত পরিশ্রমি ছিলেন আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব তাঁদের মধ্যে অন্যতম। দ্বীনি শিক্ষা তথা ইসলামি শিক্ষার প্রচার প্রসারেও তাঁর অবদান অনস্বীকার্য। বিশেষ করে দেশের কওমী মাদরাসা সমূহের প্রাণকেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে সকল কওমী মাদরাসাসমূহের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকতেন। এমন একজন প্রবীন আলেমে দ্বীনের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। সেইসাথে তাঁর শোকাহত পরিবার পরিজন, আত্মীয়, গুনগ্রহীসহ সকল ভক্তবৃন্দের প্রতি সমবেদনা জানিয়ে এমন শোকার্ত সময়ে যেন সকলেই ধৈয্যধারণ করতে পারেন ও মরহুমের রূহের মাগফিরাতে নেতৃবৃন্দ আল্লাহর দরবারে দুয়া প্রার্থনা করেন।

সূত্র : দৈনিক ইনকিলাব

Latest articles

Related articles