পাঠাগারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ খানাকুলে

খানাকুল: আজ খানাকুলের বন্যা কবলিত গ্রাম চালতাপুর, কামদেপুর, হিরাপুর এলাকার প্রায় ১৬০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে শুকনো খাবার সামগ্রী তুলে দেওয়া হল রাধা বল্লভপুরের শাশ্বত সুচেতনা গ্রামীণ পাঠাগারের পক্ষ থেকে।

পাঠাগারের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক নাজিম উদ্দিন হাজারী, শামীম মল্লিক, মিলন কর্মকার, সাহিম হাজারী, স্থানীয় উদ্যোক্তা তানবীর কাজী, শিক্ষক কিরমান আলী, কাজী আসিফ ইকবাল,, বুবাই প্রমূখ স্বেচ্ছাসেবী। এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে পাঠাগার সম্পাদক বলেন , আরো কিছুদিনের মধ্যে পুনরায় এই এলাকায় ত্রাণ সামগ্রী বিতরনের ব্যবস্থা করা হবে।

Latest articles

Related articles