‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’ ঘোষণা করল তালেবান

 

ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের ঘোষণা দিয়েছে তালিবান। বৃহস্পতিবার পাশতু ভাষায় এক টুইট বার্তায় সংগঠনটির মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ এই ঘোষণা দেন। ওই টুইট বার্তায় জাবিনুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের ১০২তম বার্ষিকী উপলক্ষ্যে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের ঘোষণা দেওয়া হলো।

অন্যদিকে, পাকিস্তান ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তালিবান যোদ্ধারা এখন কাবুলের বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে এবং তারা আফগানদের যুক্তরাষ্ট্র কর্তৃক উদ্ধার ফ্লাইটগুলোয় উঠতে বাধা দিচ্ছে।

গত রবিবার তালিবানের হাতে কাবুল পতনের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে দশ হাজার আফগান দেশ ত্যাগের চেষ্টা করেছে। তবে, সহনশীলতার পরিচয় দিতে তালিবান মুখপত্র ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তারা মার্কিনীদের এবং আফগান সরকারের পক্ষে কাজ করা ব্যক্তিদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন না।

এছাড়া, তালিবানের প্রতি জনসাধারণের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে এবং রাজনৈতিক কর্তৃত্ব স্থাপনে তালিবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার ইতোমধ্যে নির্বাসন থেকে ফিরে এসেছেন। এবং দলের অন্যান্য উর্ধ্বতন ব্যক্তিবর্গ আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের সঙ্গে দেখাও করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তালিবানের দুই সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, কোনও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে না। তারা পূর্ণ ক্ষমতা গ্রহণ করবে।

Latest articles

Related articles