আফগানিস্তানের উপর নিজেদের মতামত চাপিয়ে দেবেন না : ভ্লাদিমির পুতিন

 

 

মার্কিন সেনা সরতেই ফের তালিবান-রাজ। আফগানিস্তানের ‘পতন’ রোধের ডাক দিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা দিলেন, ‘নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় অন্য দেশগুলির’।

আফগানিস্তানে তালিবান কর্তৃত্বে আগেই সমর্থন জানিয়েছে রাশিয়া। এবার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব রাষ্ট্রকে সতর্ক করে দিলেন। তাঁর বক্তব্য, ‘‘তালিবান আফগানিস্তান মোটামুটি দখল করেই নিয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় অন্য দেশগুলির।”

শুক্রবার মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন পুতিন। সেখানে আফগানিস্তান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘তালিবান আফগানিস্তান দখল করেছে। এটাই বাস্তব। সেই অনুযায়ীই এগোতে হবে আমাদের। যেন তেন প্রকারে আফগানিস্তানের পতন রুখতেই হবে।”তালিবানের পুনরুত্থান নিয়ে বিশ্বের তাবড় ক্ষমতাশালী দেশের নীরবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে রাশিয়া যে ভাবে তালিবান কর্তৃত্বকে এক প্রকার মেনেই নিয়েছে

Latest articles

Related articles