খুলনার পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা লবণপানি উত্তোলন ও অবৈধ ইট-ভাটা বন্ধের সিদ্ধান্ত

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
খুলনার পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীতিশ চন্দ্র গোলদার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, অধ্যক্ষ আজাহারুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিষ্ণুপদ বিশ্বাস, প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, এসআই অভিজিত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, ইউআরসি ইন্সট্যাক্টর মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, রাজু হাওলাদার, একামেডীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, জয়ারানী রায়, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক।
সভায় নোটারী পাবলিকের মাধ্যমে বাল্যবিবাহ ও খাস জমি হস্তান্তর বন্ধ, সরকারি খাল উদ্ধার, জিরোপয়েন্ট এলাকার যানজট নিরসন, ফিটনেস বিহিন গাড়ির তালিকা প্রণয়ন, প্রতারণার মাধ্যমে উত্তোলনকৃত উপবৃত্তির টাকা উদ্ধার, আত্মহত্যারোধে সম্প্রতি বৃদ্ধি, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, জলাবদ্ধতা নিরসন, মাদকের ব্যবহার রোধ, আগামী মৌসুম থেকে অবৈধ ইট-ভাটার কার্যক্রম বন্ধ, পৌরসভা সহ ৮টি ইউনিয়নে লবণ পানি উত্তোলন বন্ধ সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

Latest articles

Related articles