আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সেখানে থাকা মার্কিন নাগরিকদের পিটিয়েছে তালিবান। গত শুক্রবার এক ব্রিফিংয়ে এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। কাবুল পতনের পর মার্কিন নাগরিকরা যখন আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেন তখন তালিবান গেরিলারা তাদের পেটায়। এই ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিকদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থাযর ভেতরদিয়ে মার্কিন নাগরিকদের প্রত্যাহার করা হল কেন- সে বিষয়ে জবাব দাবি করছিলেন মার্কিন আইন প্রণেতারা। ব্রিফিং অনুষ্ঠানে তাদের প্রশ্নের জবাব দেয়া হয়।
প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সকালের দিকে বলেছিলেন, শান্তিপূর্ণভাবেই মার্কিন সেনা ও নাগরিকদের প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু বিকালে অস্টিন লয়েড বললেন ভিন্ন কথা। এর মধ্যদিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতা বিষয়টি পরিষ্কারভাবে ধরা পড়ল।
এদিকে, আন্তর্জাতিক অঙ্গনের কোনও কোনও সংবাদ মাধ্যম জানিয়েছে, কাবুলের পতনের পর মার্কিন নাগরিকদের রাতভর পিটিয়েছে তালিবান। আমেরিকা প্রাবাসী আফগান নারী সাংবাদিক সাশা ইংবার তার টুইটার একাউন্টেও একই কথা বলেছেন।
গত রবিবার (১৫ আগস্ট) তালিবানের কাবুল দখলের দিন থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জো বাইডেন। তড়িঘড়ি করে আমেরিকান সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক মার্কিনি এবং যুদ্ধে সহযোগিতাকারী আফগানদের ফিরিয়ে আনার কার্যক্রম নিয়ে বিশ্বগণমাধ্যম ব্যাপক আলোচনা চলছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিরোধীদল রিপাবলিকান পার্টির অন্যান্য নেতারাও তালিবানের এত দ্রুত আফগানিস্তান দখলকে বাইডেনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন।