তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হওয়ার পর প্রথমবার পশ্চিম বর্ধমান জেলায় একগুচ্ছ কর্মসূচিকে সামনে রেখে জেলায় এলেন রাজ্য তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ।
এদিন পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশের মুখে পানাগর বাইপাসে তাকে স্বাগত জানান কাঁকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব সভাপতি কৌশিক মন্ডল, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস, তৃনমূলের জেলা যুব কমিটির সদস্য রমেন্দ্রনাথ মন্ডল সহ অন্যান্যরা।
দেবদাস বক্সী জানিয়েছেন রাজ্য যুব সভাপতি হওয়ার পর প্রথমবার সায়নী ঘোষ জেলায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে আসেন। জেলার প্রতিটি মোড়ে সেদিন তৃণমূল কর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন। আজ কর্মীদের নিয়ে বৈঠকের পর আগামীকাল একাধিক কর্মসূচি রয়েছে তার।