কাবুল থেকে ফিরলেন বাঙালী শিক্ষক, জানালেন তালেবান অভিজ্ঞতা

কাবুল থেকে ফিরলেন বাঙালী,কলকাতা নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্য। মিডিয়াকে জানালেন নিজের অভিজ্ঞতা। কাবুলের কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকুরীরত শিক্ষক বললেন তালেবানরা কাউকে কোনোরকম বিরক্ত করেনি। তাঁর কথায়, তালেবানরা যখন কাবুলে প্রবেশ করে তখন রাস্তায় জনগণের মধ্যে অসম্ভব উত্তেজনা চলতে থাকে। তাঁদের গাড়ি তখন রাস্তায়। ইতিমধ্যে একজন তালেব এসে তাঁকে ওস্তাদ বলে সম্বোধন করেন এবং বলেন,কোনোরকম চিন্ত না করতে,তালেবদের দ্বারা সরকার,সাধারণ মানুষ বা আফগানদের কোনোরকম ক্ষতিসাধন হবেনা,বরং তালেবরা সর্বদাই তাঁদের সাহায্য করবে। তমালবাবুর কথায়,তালেবরা কোনোরকম অশান্তি বা যুদ্ধের মধ্যে যায়নি। বরং যেটুকু যা অশান্তি,গুলি,ঝামেলা চলেছে তা আমেরিকা জোর করে এয়ারপোর্ট দখল করে রাখার জন্যই হয়েছে। তমালবাবুর সহজ উক্তি, তালেবান রাজত্বে ন্যায় অনেক বেশী বজায় থাকছে। যার যতটুকু প্রাপ্য সে খাবার হোক বা অন্য যে কোনো কিছু,তা শরিয়ত মেনে সঠিক হকেই পাচ্ছে। আফগানের ব্যবসাবাণিজ্য স্বাভাবিক। ভারতীয়দের উপর তালেবান আক্রমণ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেয়।

https://www.facebook.com/nbtvbangla/videos/2915780535337596/?sfnsn=wiwspwa

Latest articles

Related articles