পঞ্চায়েত কর্মীকে চড় বিডিওর, কর্মীদের কাজ না করার সিদ্ধান্ত দুয়ারে সরকার ক্যাম্পে

বিশ্বজিৎ কর্মকার:  মুর্শিদাবাদের রানীনগর -২ ব্লকের কাতলামারী- ১ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প চলছিল সোমবার। আর সেখানেই পঞ্চায়েতের এক কর্মরত কর্মীকে গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল রাণীনগর -২ এর বিডিও পার্থ চক্রবর্তীর বিরুদ্ধে।

বিনন্দ মাহাতো নামের ওই পঞ্চায়েত কর্মী জানান,  এদিন দুয়ারে সরকার ক্যাম্পে একটি কাজের জন্য তিনি বাঁশের বেড়া টপকে যেতে যান। আর সেখানেই বিডিও তাঁকে চড় মারে এবং গালিগালাজ করেন। গোটা ঘটনায় ক্ষিপ্ত হন অন্যান্য পঞ্চায়েত কর্মীরাও। আর তাঁরা কাজ না করার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছোয় এসডিপিও ফারুক মোহাম্মদ চোধুরী এবং রাণীনগর- ২ এর ব্লক সভাপতি শাহ আলম সরকার,উপস্থিত ছিলেন কতালামারী- ১ প্রধান বাসুদেব সাহা। এবং তাদের আশ্বাসে পুনরায় দুয়ারে সরকারের কাজ শুরু হয়

Latest articles

Related articles