মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে থাপ্পড় মারার মন্তব্যের জন্য মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণেকে গ্রেপ্তার করে নাসিক পুলিশ। যদিও রানে ঐদিনকে মহারাষ্ট্র হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায়। কটাক্ষ করে তিনি বলেন এটা লজ্জার যে মুখ্যমন্ত্রী স্বাধীনতার সালটায় জানেন না। তিনি বক্তৃতা সময় স্বাধীনতার বছর জিজ্ঞাসা করতে পিছনের দিকে ঝুঁকে ছিলেন।
বিজেপি যে রানের মন্তব্যকে সমর্থন করছে না সেকথা অবশ্য জানিয়ে দিয়েছেন দেবেন্দ্র। তবে সেই সঙ্গে তাঁর মন্তব্য, ”দল একশো শতাংশ তাঁর পিছনে রয়েছে।” এরপরই তিনি অভিযোগ করেন, মহারাষ্ট্রে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। এই ধরনের ‘তালিবানি শাসন’ চলবে না বলে দাবি করেন তিনি।পাশাপাশি মারাঠি ভাষায় করা এক টুইটেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর পোস্টে তিনি লেখেন, ”কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তা প্রতিশোধ নিতেই করা হয়েছে। আমি পুলিশি ব্যবস্থার এমন দমনের তীব্র নিন্দা করছি। এটা নাকি নতুন হিন্দুত্ব! আর এটা নাকি নতুন মহারাষ্ট্র!”
গত সোমবার রায়গড়ে বিজেপির জন আশীর্বাদ যাত্রা ছিল। সেখানেই নারায়ণ রানে বলেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ১৫ আগস্টের ভাষণে স্বাধীনতার সালটাই ভুলে গিয়েছিলেন।তিনি আরও বলেন, যদি সেখানে তিনি উপস্থিত থাকতেন, তাহলে উদ্ধব ঠাকরেকে চড় মারতেন।