পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অধরা অভিযুক্ত ধর্ষক

মালদা-পেয়ারার লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। থানাতেও অভিযোগ জানানো হলেও এখনও কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এদিকে আক্রান্ত শিশুটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি মোথাবাড়ি থানার মেহেরাপুর গ্রাম পঞ্চায়েতের কমলপুর বাবলার।

শিশুটি ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী। অভিযুক্ত ব্যক্তির নাম সরিফুল মোমিন(‌৪৫)‌। জানা গিয়েছে, মহরমের দিন সবাই লাঠিখেলা দেখতে ব্যস্ত ছিলেন। ওই সময় বাড়ি ফাঁকা পেয়ে অভিযুক্ত ওই শিশুটিকে পেয়ারার লোভ দেখিয়ে শিশুটির বাড়িতে যায়। তারপর ধর্ষণ করে বলে অভিযোগ। পরে শিশুটির পরিবারের লোকেরা ওই শিশুটিকে রাক্তাক্ত অবস্থায় দেখতে পান। এদিকে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে মঙ্গলবার রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত এখনও অধরা।

Latest articles

Related articles