অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার চিকিৎসার বন্দোবস্ত করলেন ধুলিয়ান এলাকার যুবকেরা

আব্দুস সামাদ,জঙ্গিপুর: অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা মহিলার চিকিৎসার বন্দোবস্ত করলো সামসেরগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তর,পুলিশ ও ধূলিয়ান এলাকার যুবকরা।

 

বেশ কিছুদিন ধরে হাসপাতালের বাইরে পড়ে থাকা অসুস্থ ওই মহিলাকে সেবা সুশ্রুসা করার পাশাপাশি তাঁকে অনুপনগর প্রাথমিক হাসপাতালে চিকিৎসার পর জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করলেন তাঁরা। ওই যুবকদল এবং ব্লক স্বাস্থ্য দপ্তরের প্রশংসা করেছেন এলাকার সাধারণ মানুষ।

সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সামসেরগঞ্জ থানার অনুপনগর হাসপাতালের গেটের বাইরে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা মহিলা পড়েছিলেন। তার পায়ে কার্যত ক্ষতের সৃষ্টি হয়।পায়ে ঘা হয়ে যায়। চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যু মুখে পতিত হচ্ছিলেন ওই বৃদ্ধা মহিলা। বিষয়টি নজরে আসে স্থানীয় যুবক,পুলিশ ও ব্লক স্বাস্থ্য দপ্তরের। সেই দিকেই মুলুত লক্ষ রেখে বৃদ্ধাকে প্রাথমিকভাবে অনুপনগর হাসপাতালে চিকিৎসার পর জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Latest articles

Related articles