আসানসোল: জামুড়িয়ার একটি বেসরকারি কারখানার গেটের বাইরে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, আজ সকাল দশটা নাগাদ ওই যুবক শামসেল নামক একটি কারখানাতে রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করতেন। তিনি কারখানার গেটে ঢোকার সময় একটি ১০ চাকা গাড়ির তলায় পড়ে যান এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
ওই যুবক জামুরিয়া ৭ নম্বর ওয়ার্ডের দামোদরপুর গ্রামের বাসিন্দা। যুবকের নাম লাড্ডু রুইদাস। দুর্ঘটনার পর এলাকাবাসীরা ক্ষতিপূরণের দাবিতে গেটের সামনে বিক্ষোভ দেখায় এবং কারখানা সুরক্ষা কর্মীদের সঙ্গে হয় বিক্ষোভকারীদের হাতাহাতিতে বেশকয়েকজন সুরক্ষা কর্মী ও গ্রামবাসীরা আহত হয়। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
মৃত যুবকদের বাড়ির লোকের অভিযোগ, তাঁরা না আসার আগেই তাদের মীমাংসা হয়ে যায় এবং যে ক্ষতিপূরণ দেওয়ার কথা কারখানা কর্তৃপক্ষের, তাতে তারা রাজি নন। তাদের দাবি, ১০ লক্ষ টাকা ও একটা চাকরি।