বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন ভারত গ্যাসবটলিং প্লান্টের শ্রমিকরা

সোমবার সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন কাঁকসার রাজবাঁধের ভারত গ্যাস বটলিং প্লান্টের শ্রমিকরা।

শ্রমিকরা জানিয়েছেন, তারা প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে তাদের বকেয়া বেতন পাননি। এছাড়াও কারখানায় যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেই সমস্ত সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত রয়েছেন। দুটি বিভাগের ঠিকা শ্রমিক মিলে প্রায় ১০০জন শ্রমিক সকাল থেকেই কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ঠিকা শ্রমিকদের আন্দোলনের জেরে ভারত গ্যাস বটলিং প্ল্যান্টের উৎপাদন বন্ধ রয়েছে।

Latest articles

Related articles