মালদা জেলায় চালু হতে চলেছে অটোমেটিক টাইমার সিগন্যাল। যার ফলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে মনে করছে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ। ইংরেজবাজার শহরের এই মুহুর্তে দুটি অটোমেটিক টাইমার সিগন্যাল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
মালদা জেলার ইংরেজবাজার শহরের বুক চিরে চলে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের পাশে রয়েছে মানুষের বসবাস। যার ফলে দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। সেই দিকে নজর রেখেই মালদা জেলা ট্রাফিক পুলিশ মালদা শহরের রথবাড়ি এলাকায় ও সুকান্ত মোড় এলাকায় অটোমেটিক টাইমার সিগন্যাল বসানোর সিদ্ধান্ত নিয়েছে।